রাজবাড়ী জেলার পাংশার ডাকুরিয়া মহাশ্মশানের কালিমাতার মন্দির ও রাধা গোবিন্দ মন্দিরে গত বৃহস্পতিবার ৭ জুলাই রাতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার ৮জুলাই দুপুরে মহাশ্মশান কমিটির নেতৃবৃন্দ মন্দিরে গেলে চুরির বিষয়টি জানতে পারেন। চোরচক্র মন্দিরের গ্রিল কেটে ভিতরে ঢুকে সরকারী ভাবে স্থাপিত সৌর বিদ্যুতের ২৪ ভোল্টের ১টি ব্যাটারী এছাড়া মন্দিরে রক্ষিত ২টি পিতলের ঘন্টা, ২টি প্রদীপসহ পিতলের গাছা, ২টি ধূপদানি, ১টি কাশরসহ পিতলের অন্যান্য পূজাসামগ্রী এবং ২টি দানবক্স চুরি করে নিয়ে যায়।
শুক্রবার ৮জুলাই মন্দিরের পুরহিত বন্ধন মিত্র জানান, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার পূজা অর্চনা শেষে সন্ধ্যার পরে তিনি মন্দিরের বিভিন্ন গ্রিলে তালা দিয়ে মাছপাড়ায় তার বাড়িতে চলে যান। মহাশ্মশানের সাধারণ সম্পাদক প্রণয় অধিকারী জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে মন্দিরে গিয়ে দেখি মন্দিরের গ্রিল কাটা এবং মন্দিরের গুরুত্বপূর্ণ কিছু জিনিসপত্র নাই। বিষয়টি তাৎক্ষণিকভাবে মহাশ্মশানের সভাপতি গৌর গোপাল চৌধুরী (বাবুল চৌধুরী)সহ স্থানীয় কিছু লোকজনকে জানাই।
আরও পড়ুনঃ ছালাতে কেন জোরে আমীন বলব
মহাশ্মশানের সভাপতি বাবুল চৌধুরী বলেন, ডাকুরিয়ায় মহাশ্মশান করার পর ধীরে ধীরে মন্দির ভবনসহ একাধিক ঘর নির্মাণ করা হয়েছে। ফাঁকা মাঠের মধ্যে হলেও স্থানটি এখন আলোকিত। মন্দিরটি সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখা হয়। বিভিন্ন সময়ে লোকজন মহাশ্মশানে ও মন্দিরে আসা যাওয়া করে। নিয়মিত পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। এর আগে কখনও এ ধরনের চুরির ঘটনা ঘটেনি। মন্দিরের পুরহিতসহ সংশ্লিষ্ট সকলের মন্দিরের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha