আজকের তারিখ : ডিসেম্বর ২৪, ২০২৪, ১০:০৮ পি.এম || প্রকাশকাল : জুলাই ৬, ২০২২, ৯:৩৭ পি.এম
চাটমোহরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
পাবনার চাটমোহরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশি জাতের রোপা আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণাদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৬ জুলাই) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সার-বীজ বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলামের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলাকৃষি অফিসার এ এ মাসুমবিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আঃ হামিদ মাস্টার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন সহ জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা,কৃষক ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুমবিল্লাহ জানান, উফশি জাতের রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ৫ কেজি করে রোপা আমন ধানবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে বলে জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha