আজকের তারিখ : নভেম্বর ২৫, ২০২৪, ২:৪১ এ.এম || প্রকাশকাল : জুলাই ৬, ২০২২, ৩:৪৯ পি.এম
ফরিদপুর সদর উপজেলায় সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের সমাপণী
ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ এর আওতায় ফরিদপুর সদর উপজেলায় ৭ (সাত) দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান ৫ জুলাই ২০২২ তারিখে সম্পন্ন হয়।
জেলা কার্যালয়, আনসার ও ভিডিপি, ফরিদপুরে অনুষ্ঠিত সমাপণী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিপুল চন্দ্র দাস, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ফরিদপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, সহ-সভাপতি, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা, মাসুদুর রহমান চুন্নু, যুগ্ম-সম্পাদক, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা, শেখ নুরুল ইসলাম, নির্বাহী সদস্য, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা, হুমায়ুন কবীর, জেলা শিশু বিষয়ক, কর্মকর্তা, ফরিদপুর।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন বালক ও বালিকা এ প্রশিক্ষণ গ্রহণ করে। এ সময় প্রশিক্ষণার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha