মাগুরা শালিখায় ১০০ বোতল ফেনসিডিল সহ দু"জন কে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন যশোর জেলার শার্শা থানার রাজনগর (পশ্চিমপাড়া) গ্রামের মোঃ তবিবার রহমানের ছেলে সুলতান মাহমুদ (৩১) ও ঘোপ দেওয়াডাঙ্গা এলাকার রফিক সর্দারের ছেলে সাব্বির সর্দার।
মঙ্গলবার (৫ জুলাই ২০২২ইং) সকাল ৯টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী চাকলাদার পরিবহনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানান পরিবহনের যাত্রীর ছিটের নিচেই দুটি ব্যাগে করে ১০০ বোতল ফেনসিডিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এমন সংবাদে শালিখা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ বিশারুল ইসলাম সহ চৌকস টিম নিয়ে বাসে তল্লাশি শুরু করে। ওই পরিবহনের ছিটে বসে থাকা সুলতান মাহমুদ ও সাব্বির সর্দারের পায়ের নিচে থাকা দুটি ব্যাগ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
আরও পড়ুনঃ ছেলের জন্য পাত্রী দেখানোর কথা বলে ডেকে এনে মাকে গণধর্ষণের অভিযোগ
এ ব্যাপারে শালিখা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ বিশারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমিও সঙ্গীয় ফোর্স নিয়ে আমরা ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।এবং আমি মাদকদ্রব্য উদ্ধারে ও নির্মুলে জিরো টলারেন্স ঘোষণা করছি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫