পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে পাংশার রাজনৈতিক অঙ্গনের আলোচিত ব্যক্তিত্ব এবং পাংশার মন্ডল পরিবারের রাজনৈতিক ভবিষ্যৎ নেতৃত্ব মোঃ ইদ্রিস মন্ডল বলেছেন, আসুন পবিত্র ঈদুল আযহার মর্মবাণী ধারণ করে জনকল্যাণমুখী কাজে অংশ নেই এবং সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।
সোমবার ৪জুলাই দুপুরে পাংশা শহরস্থ তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান মেসার্স বাঁধন ট্রেডার্সে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় কালে এ কথা বলেন তিনি। ইদ্রিস মন্ডল পাংশার বিশিষ্ট ব্যবসায়ী। মেসার্স বাঁধন ট্রেডার্স নামে তার ঠিকাদারী প্রতিষ্ঠান রয়েছে।
তিনি পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগের সাবেক সদস্য, পাংশা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন তিনি। এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের আজীবন সদস্য রয়েছেন ইদ্রিস মন্ডল। এলাকার শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকান্ড বিকশিত করাসহ জনকল্যাণ ও সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত থেকে রাজনৈতিক ভাবে অগ্রসরে নিজেকে প্রস্তুত করছেন তিনি।
বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইদ্রিস মন্ডল সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, হাতে গোনা কদিন বাদেই ঈদুল আযহা। ঈদ হলো ভ্রাতৃত্ব ও মিলনের উৎসব। সমস্ত বিভেদ ভুলে একে অপরের বুকে টেনে নিয়ে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা বিনিময় করার দিন। জিলহজ্ব মাসের ১০ তারিখে ঈদুল আযহা। এ বছর ইংরেজী ১০ জুলাই ঈদুল আযহা বা কুরবানীর ঈদের দিন পড়েছে। আমরা ঈদুল আযহাকে স্বাগতম জানাই।
আরও পড়ুনঃ ভাবিকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন
ঈদুল আযহার মহামিলনের দিন উপলক্ষে মেসার্স বাঁধন ট্রেডার্সের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও জনকল্যাণে নানা কর্মসূচি গ্রহণ করেছেন। তিনি গরীব-দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। নানা ষড়যন্ত্র উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ ও উদ্বোধন করে বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ইদ্রিস মন্ডল বলেন, সবাই মিলে পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ্য ও স্ন্দুর জীবন গড়ার ক্ষেত্রে সবাই সতর্ক থাকবো। স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎসবসহ প্রয়োজনীয় কাজ করার আহবান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha