আজকের তারিখ : জুলাই ১৬, ২০২৫, ৯:০৬ এ.এম || প্রকাশকাল : জুলাই ৩, ২০২২, ৯:১১ পি.এম
ফরিদপুরে অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত

দেশব্যাপী অ্যাক্রোবেটিক প্রদর্শনীর অংশ হিসেবে ফরিদপুর শিশু একাডেমিতে আজ রবিবার রাতে অ্যাক্রোবেটিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিল্পকলার একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক ভোলা, বক্তারা এ প্রদর্শনীর সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার পার্থপ্রতিম দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুর রহমান ফরিদ,ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সিরাজ ই কবির খোকন, ফরিদপুর সাহিত্য উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী কুশল, শিশু বিষয়ক কর্মকর্তা হুমায়ুন কবির।
প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক বলেন, আবারো সারাদেশে করনার প্রাদুর্ভাব বাড়ছে তাই সবাইকে সচেতন থাকতে হবে, সামাজিক দূরত্ব মানতে হবে। মাক্স ব্যবহার করতে হবে। তিনি বলেন খুবই খুব শীঘ্রই ৫ থেকে ১২ বছর বয়সী বাচ্চাদের ভ্যাকসিনের আওতায় আনা হবে। পরে তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অ্যাপ্রোবেটিক পরিবেশন করা হয়।
এতে পার্শ্ববর্তী জেলা রাজবাড়ীর খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করেন। এই খেলাটি অনেকটা সার্কাসের মতোই। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই অনুষ্ঠান উপভোগ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha