ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সজিব শেখ (১৭) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে ও তার সাথে থাকা দুই আরোহী আহত হয়। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে সদরপুর-ফরিদপুর সড়কের উপজেলার সদর ইউনিয়নের শ্যামপুর তেলেরপাম্পের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত সজিব কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আলেম শেখের ছেলে।
জানা গেছে, উপজেলার আটরশি গ্রাম থেকে কাজ করে মটরসাইকেলে ফেরার পথে শ্যামপুর তেলের পাম্প এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। স্থানীয়রা সজিবসহ ওই মটর সাইকেলের আরো দুই আরোহীকে গুরুত্বর আহত অবস্থায় সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আরও পড়ুনঃ ঝোপ থেকে বেরিয়ে মামাকে পিটিয়ে মারলেন ভাগনে
তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর থেকে চিকিৎসকরা ঢাকা মেডিক্যালে পাঠানোর পরামর্শ দেয়। ঢাকা নেয়ার পথে ভাঙ্গা এলাকায় পৌঁছালে গাড়িতেই তার মৃত্যু হয়।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাম্বার বিহীন দুটি মটরসাইকেল থানায় আটক করা হয়েছে। এব্যাপরে থানায় মামলা এখনও হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫