আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ১:০২ এ.এম || প্রকাশকাল : জুলাই ২, ২০২২, ৬:৩১ পি.এম
ফরিদপুরে রথযাত্রা উপলক্ষে ইসকনের উদ্যোগে দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে
পবিত্র রথযাত্রা উপলক্ষে ফরিদপুরে আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভবনামৃত সংস্থা ইসকনের উদ্যোগে নয় দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান চলছে।
এর অংশ হিসেবে সকালে শ্রী জগন্নাথের লীলা মৃত পাঠ, দুপুরে শ্রীচৈতন্যমৃত পাঠ, বিকেলে তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশ হিসেবে গীতার শ্লোক আবৃত্তি চিত্রাংকন বক্তৃতা প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা, সন্ধ্যায় মাতাজীদের জন্য শঙ্খ ও উলুধ্বনি প্রতিযোগিতা , রাতে স্থানীয় শিল্পীদের পড়াশোনায় ভজন কীর্তন অনুষ্ঠিত হবে।
এই সংবাদ লেখা পর্যন্ত অনুষ্ঠানটি চলছিল। উল্লেখ করে যেতে পারে আগামী ৯ জুলাই উল্টো রথের মাধ্যমে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হবে।উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই অনুষ্ঠানটি উপভোগ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha