আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ১:৩৭ পি.এম || প্রকাশকাল : জুলাই ২, ২০২২, ১০:১১ এ.এম
চাটমোহর নতুন হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ
কোরবানি ঈদকে সামনে রেখে পাবনার চাটমোহর পৌর সদরের নতুন বাজার জমজমাট হয়ে উঠেছে গরু ছাগলের হাট। আর এ হাটে অতিরিক্ত খাজনা আদায়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক ক্ষোভ।
সরেজমিনে গিয়ে জানা গেছে, ঈদকে সামনে রেখে সপ্তাহের প্রতি বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ হাটে কেনাবেচা হচ্ছে বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতা বিক্রেতাদের গরু ছাগল। কিন্তু হাট কর্তৃপক্ষ অতিরিক্ত খাজনা আদায় করছেন বলে অভিযোগ।খাজনা আদায়ের রশিদে গরু ছাগল বিক্রির মূল্য লেখা থাকলেও খাজনার কোন টাকা অংক লেখা নেই।
ছাগলের সরকার নির্ধারিত ২৫০ টাকা হলেও নেওয়া হচ্ছে ৩০০ টাকা।গরুর জন্য নির্ধারিত ৫০০ টাকা হলেও সেক্ষেত্রে নেওয়া হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা পয়ন্ত। সরকার নির্ধারিত খাজনার টাকার মূল্য তালিকা সটানোর নির্দেশ থাকলেও। তা সটাননাই হাট কর্তৃপক্ষ বলেও অভিযোগ।
এ ব্যাপারে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামের এক ক্রেতা জানান, আমি একটা ছাগল কিনলাম ৬০০০ হাজার টাকা দিয়ে। আমার কাছ থেকে রশিদ বাবদ নেওয়া হয়েছে ৩০০ টাকা আমি মূর্খ মানুষ আমাকে বললো ৩০০ টাকাই রশিদে লিখে দিয়েছি।
হাট ইজারাদার আব্দুল জব্বার জানান, হাটের গরু ছাগল বাধার জন্য আমাদের বাঁশ দড়ি কিনতে হয়েছে। এক্ষেত্রে হয়তো বিশ পঞ্চাশ টাকা বেশি নেওয়া হচ্ছে। আমরা ঈদের আগে ২ হাটে এটা নিয়ে থাকি।
এ ব্যাপারে চাটমোহর পৌর মেয়র এডভোকেট সাখাওয়াত হোসেন সাখো জানান, বিষয়ট আমার জানা নাই আমি দেখেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সৈকত ইসলাম জানান, সরকার নির্ধারিত মূল্যের থেকে টাকা বেশি নেওয়ার সুযোগ নেই। আমি পদক্ষেপ নিচ্ছি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha