ঢাকার সাভারে প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার প্রতিবাদে ও দোষিদের শাস্তির দাবীতে ফরিদপুরের মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের আয়োজনে মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।
১ জুলাই শুক্রবার ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহর সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধনে উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি অধ্যক্ষ মোঃ নাজির হোসেন মৃধার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক দিপংকর পালের সঞ্চালনায় সাভারে প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করায় নিন্দা ও দোষিদের আইনের আওতায় এনে শাস্তিার দাবী করা হয়।
আরও পড়ুনঃ গোমস্তাপুরে আমের বাজার জমজমাট
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক মোঃ রজব আলী মোল্যা, মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ নজরুল ইসলাম,প্রভাষক মির্জা গোলাম ফারুক, প্রধান শিক্ষক মোঃ কবিরুল আলম, প্রধান শিক্ষক দিলখুশ আরা , প্রধান শিক্ষক ফরিদুল মনসুর, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান মামুন, সহকারী প্রধান শিক্ষক উৎপল কুমার ভৌমিক ও উপজেলা যুব ইউনিয়নের সভাপতি শাহ কুতুবুজ্জামান প্রমুখ ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha