প্রস্তুত মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের বড়রিয়া গ্রাম। আজ মঙ্গলবার ওই গ্রামে অনুষ্ঠিত হবে খুলনা অঞ্চলের সর্ববৃহৎ শতবর্ষী ঘোড়দৌড় মেলা। এ উপলক্ষে বড়রিয়া গ্রামসহ আশপাশের অন্তত ২০ গ্রামে ইতোমধ্যেই শুরু হয়েছে উৎসব-আনন্দ।
মেলা মাঠে মিষ্টি-মিঠাইসহ সব ধরনের পণ্য সামগ্রীর দোকান বসেছে। বেশক'টি বাহারি নাগরদোলা স্থাপনের কাজও প্রায় শেষ হয়েছে।
আজ দুপুরে অনুষ্ঠিত হবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। প্রায় ১০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এই মেলা।
মেলা কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান খান জাহাঙ্গীর আলম বাচ্চু ও সাধারণ সম্পাদক শাজাহান সর্দার বলেন, ঘৌড়দৌড় প্রতিযোগিতায় এ বছর কমপক্ষে ৩৫টি ঘোড়া অংশ নেবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha