রাজবাড়ী জেলার পাংশা পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার ১১ জানুয়ারী পাংশা উপজেলা পরিষদ হলরুমে প্রার্থীদের হাতে প্রতীকের টোকেন তুলে দেন কর্মকর্তাবৃন্দ।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার ও পাংশা পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ মাসুদুর রহমান, পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন, পাংশা উপজেলা নির্বাচন অফিসার ও পাংশা পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোঃ আঃ আলীম ও পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রতিদ্ব›িদ্ব মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরগণ প্রতীকের টোকেন গ্রহণ করেন। এ সময় উপজেলা পরিষদ চত্বরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
জানা যায়, পাংশা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩জন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ ওয়াজেদ আলী (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী রইচ উদ্দিন খান (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুল হক ফরহাদ (জগ) প্রতীক নিয়ে লড়ছেন। এছাড়া সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ১১জন ও ৯টি ওয়ার্ডে ৪২জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে প্রচার-প্রচারণা চালানোর বিষয়ে গুরুত্বারোপ করেন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারী পাংশা পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পাংশা পৌরসভার ভোটার সংখ্যা ২৪ হাজার ৩১৩। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ১১৩ জন ও মহিলা ভোটার ১২ হাজার ২০০ জন। পুরুষের চেয়ে মহিলা ভোটার ৮৭ জন বেশি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha