বছর ব্যাপী ফল চাষে অর্থ পুষ্টি দুই-ই আসে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২২ এর উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার ২৬ জুন সকাল ১১ টার সময় মাগুরা নোমানী ময়দানে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মাগুরা এর আয়োজনে জাতীয় ফল মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সভাপতি উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মাগুরা ড. হায়াত মাহমুদ। জাতীয় ফল মেলায় প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাগুরা ড. আশরাফুল আলম।
বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আবু নাসির বাবলু, কৃষক লীগের সভাপতি এ্যাডভোকেট মো. মইনুল ইসলাম পলাশ, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোশাররফ হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবীর, শ্রীপুর উপজেলা কৃষি অফিসার ছালমা জাহান নিপা সহ গণ্যমান্য ব্যক্তিগণ।
এছাড়াও কৃষক প্রতিনিধি হয়ে বক্তব্য রাখেন চাষি মো. রবিউল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন, ব্লক সুপার ভাইজার নিকুঞ্জ কুমার মন্ডল। জাতীয় ফল মেলায় স্টল প্রদর্শন করে, আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র মাগুরা, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মাগুরা, হর্টিকালচার সেন্টার মাগুরা, মীমা মধু প্রো. রজব আলী শেখ, ভাই ভাই মৌ খামার প্রো. মো. ইস্রাইল, ব্র্যাক নার্সারী উলিনগর মাগুরা, চৌধুরী নার্সারী সাতদোহা পাড়া মাগুরা, বাংলাদেশ কৃষকলীগ জেলা শাখা মাগুরা, হাজরাপুর ফল বিক্রয় স্টল মো. সোহেল রানা, মা মৌ খামার প্রো. মাওলানা মো. মোখলেছুর রহমান (প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম ও মৌ প্রশিক্ষক), চাষী কথা বলে কৃষি ও কৃষকের প্রো. চাষি মো. রবিউল ইসলাম, বেস্ট এগ্রো ফার্ম। জাতীয় ফল মেলার স্টলে দেখা যায়, বাংলাদেশ কৃষকলীগের সদর সভাপতি মো. ইদ্রিস আলী আকবর ও মহিলা মেম্বার শ্রীরামপুর হাজিপুর সুস্নিতা পলির স্টলে লটকন, সৌদি আরবের খেজুর, কাঠাল, আশফল এবং অন্যান্য স্টলে ঘৃতকুমারী, চায়না মাল্টা, কমলালেবু, ড্রাগন ফল, ডাব, কামরাঙ্গা, আম, মধু সহ নানাধরণের মৌসুমি ফলের সমারোহ প্রদর্শিত করা হয়।