আজকের তারিখ : মে ১২, ২০২৫, ১১:১৪ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ১১, ২০২১, ৩:২১ পি.এম
নগরকান্দা সরকারি এম এন একাডেমী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির লটারি

ফরিদপুরের নগরকান্দা সরকারি এম এন একাডেমি মডেল স্কুলের শিক্ষা মন্ত্রণায়ের ভর্তি নীতিমালা অনুযায়ী ষষ্ঠ শ্রেণিতে ২০২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য লটারি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) সকাল ১১ টায় নগরকান্দায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এ লটারি আয়োজন করা হয়।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু এর সভাপতিত্বে ও সাইয়েদুর রহমান বাবলুর সঞ্চালনায়
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার ভূমি আহসান মাহমুদ রাসেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান, সরকারি এম এন একাডেমি মডেল স্কুলের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার লিয়াকত আলি ফিরোজ লস্কর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরোয়ার মোর্শেদ, চরযোশরদী ইউনিয়নের চেয়ারম্যান পথিক তালুকদার, কোদালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সরকারি এম এন একাডেমি স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।
উল্লেখ সরকারি ভর্তি নীতিমালা অনুযায়ী ষষ্ঠ শ্রেণির জন্য ৩৭৫ জন ছাত্র ছাত্রী আবেদন করেন। আসন সংখ্যা নির্ধারিত থাকায় ১৮০ জন শিক্ষার্থীকে লটারির মাধ্যমে ভর্তি নিশ্চিত করা হয়। এছাড়াও মুক্তিযোদ্ধা কোঠায় ৫% শিক্ষার্থীরা স্থান পায়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha