আজকের তারিখ : ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:১৭ পি.এম || প্রকাশকাল : জুন ২০, ২০২২, ৬:৫৭ পি.এম
কবিরপুর স্পোটিং ক্লাব ও খান সুপার কিং একাদশের জয়লাভ
শহরের আলিপুর অনুষ্ঠিত সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মেজবাউর রহমান মিরোজ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এ সোমবার অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় জয় পেয়েছে কবিরপুর স্পোর্টিং ক্লাব এছাড়া দ্বিতীয় খেলায় জয় লাভ করেছে খান সুপার কিং একাদশ।
দিনের প্রথম খেলায় কবিরপুর স্পোটিং ক্লাব প্রতিপক্ষ পশ্চিম আলীপুর ফুটবল ক্লাব ১-০ গোলে পরাজিত করে বিজয়ী দলের পক্ষে শাহ আলম খেলার দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করে।
অন্যদিকে দ্বিতীয় খেলায় জয়লাভ করে খান সুপার কিং একাদশ।এদিন তারা প্রতিপক্ষ মোল্লাবাড়ি সড়ক ইয়ং বয়েজ ক্লাব কে ৩-১ গোলে পরাজিত করে।
এদিন খান সুপার কিং এর পক্ষে অধিনায়কত্ব করেন ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও মেজবাউর রহমান খান মিরোজ খানের পুত্র শাহ সুলতান খান রাহাত।তিনি এ খেলার পুরোটা সময় অংশ নেন তাছাড়া দলের দ্বিতীয় গোল করতে চমৎকার একটা অ্যাসিস্ট করেন ।
বিজয়ী দলের পক্ষে আসিফ শান্ত ও মিলন এবং মোল্লাবাড়ি সড়ক ইয়ং বয়েজ এর পক্ষে ফাহিম একমাত্র গোলটি করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha