নওগাঁর আত্রাইয়ে উপজেলা পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্ভাবনী বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুন) সকল ১০ টার সময় গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রী কার্যালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান ভার্চুয়াল ভাবে উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, কৃষি কর্মকর্তা কে এম কাওছার হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ওয়ালী-উল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস ছালাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, সাব ফ. ফররুখ, পবিত্র কুমার প্রমুখ ।
আরও পড়ুনঃ ইবির প্রধান প্রকৌশলীর বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার
কর্মশালায় অংশগ্রহণকারীরা দশটি গ্রুপে বিভক্ত হয়ে নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সবার জন্য বিদ্যুৎ বিষয় নিয়ে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে সমস্যা চিহ্নিতকরণ ও প্রচারে করণীয় সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করেন।
কর্মশালায় সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমামসহ অনেক অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha