আজকের তারিখ : মে ১৫, ২০২৫, ২:১৭ এ.এম || প্রকাশকাল : জুন ১৯, ২০২২, ৯:৫৯ পি.এম
কুষ্টিয়া রাজবাড়ী সড়কে দুর্ঘটনা এড়াতে খোকসা বাসস্ট্যান্ডে প্রাথমিকভাবে স্পিডব্রেকার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনা এড়াতে খোকসা বাসস্ট্যান্ডে প্রাথমিকভাবে স্পিডব্রেকার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল দুপুরে খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, খোকসা পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান বাসস্ট্যান্ডে স্পিড ব্রেকার দেওয়ার স্থান পরিদর্শন করেন।
এই সময় পৌর মেয়র তারিকুল ইসলাম বলেন দুই-একদিনের মধ্যেই এখানে স্পিড ব্রেকার দেওয়া হবে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি এবং রোডস এন্ড হাইওয়ে সাথে যোগাযোগ করা হয়েছে তারা জানিয়েছেন খোকসা বাস স্ট্যান্ডের যে সকল সমস্যা রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান করা হবে।
তিনি আশা করেন যত তাড়াতাড়ি সম্ভব উধ্বতন কর্মকর্তাগণ তাদের এই কাজ বাস্তবায়ন করবেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha