আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ৬:৫৭ এ.এম || প্রকাশকাল : জুন ১৯, ২০২২, ৪:৩১ পি.এম
পদ্মা সেতুর উদ্ধোধনী অনুষ্ঠানে যোগদান উপলক্ষে ফরিদপুর জেলা যুবলীগের প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত

আগামী ২৫ শে জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ফরিদপুর জেলা যুবলীগের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা আজ সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।ফরিদপুর জেলা যুবলীগের উদ্যোগে সংগঠনের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠুর সভাপতিত্বে এই প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার জনাব খান মুহম্মদ শাহ সুলতান রাহাত, জেলা যুবলীগের সদস্য আলী আজগর মানিক, সৈয়দ আলি আশরাফ পিয়ার, শরিফুল হাসান প্লাবন, গোবিন্দ চন্দ্র সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আগামী ২৫ শে জুন পদ্মা সেতুর উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সভাকে সাফল্য মন্ডিত করতে ফরিদপুর জেলা যুবলীগের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন। এছাড়াও মাননীয় প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ফরিদপুর জেলা যুবলীগ সব সময় কাজ করে যাবে বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha