ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত আনোয়ার হোসেন (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) রাত ১১টার দিকে প্রকল্পে কাজ করার সময় বুকের ওপর ডিবি বক্স পড়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
আনোয়ার হোসেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহির চর ইউনিয়নের মসলেমপুর গ্রামের মৃত খান্নু সরদারের ছেলে। তিনি প্রকল্পের রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠানের স্কিম কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
তার ১০ মাসের একটি কন্যাসন্তান রয়েছে।
আরও পড়ুনঃ সালথায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করা সেই তরুণীর বিয়ে
বিষয়টি নিশ্চিত করে রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আতিকুল ইসলাম জানান, প্রতিদিনের মতো প্রকল্পের ভেতরে কাজ করছিলেন আনোয়ার। অসাবধানতাবশত তার বুকের ওপর একটি ডিবি বক্স পড়ে। এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha