চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিমতলা কাঠাল গ্রামের আবুল কালাম আজাদ রেন্টুর ছেলে সুমন (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার (১৮ জুন) সকাল ছয়টায় উপজেলার গোমস্তাপুর ইউনিয়ানের কলাইদিয়াড় সুজাউদ্দিন এর আমবাগানে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। পরে সকাল সাড়ে ৮ টায় স্থানীয় লোকজন দেখতে পেলে পুলিশকে খবর দেয় ।
এ বিষয়ে গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস জানান, শনিবার ফজর আজানের পর বাড়িতে কাউকে না জানিয়ে বের হয়ে যায়। আনুমানি সাড়ে ৮ টার দিকে পার্শ্ববর্তী সুজাউদ্দিনের আম বাগানে আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।
আরও পড়ুনঃ কৃষকলীগ নেতা ইব্রাহিম মোল্যা আর নেই
প্রাথমিক তদন্তে জানা যায়, সেনাবাহিনীতে চাকুরি পাওয়ার লক্ষ্যে মোঃ সানাউল্লাহ,(৪৫) পিতাঃ মৃত মহসিন সাং- নিমতলা নামক জনৈক ব্যক্তির মাধ্যমে ৮৭০০০০( আট লক্ষ সত্তর হাজার) টাকা দেয়। তার সেনাবাহিনীতে চাকুরি না হওয়ায়, উক্ত টাকা ফেরত চায়। কিন্তু সে কাল ক্ষেপন করে টাকা না দেওয়ায় হতাশায় ভিকটিম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে । তবে এ ব্যাপারে সানাউল্লাহকে গ্রেফতার করা হয়েছে। এবং আত্মহত্যায় প্ররোচনা গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫