আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ১:৩৪ পি.এম || প্রকাশকাল : জুন ১৬, ২০২২, ১২:১৭ পি.এম
ফরিদপুরে অ্যাডভান্টিজ ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের ফল উৎসব পালন

ফরিদপুরের দীর্ঘদিনের স্বনামধন্য একমাত্র ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান , অ্যাডভান্টিজ ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের ক্যাম্পাস প্রাঙ্গনে আজ সকাল সাড়ে নয়টায় অধ্যক্ষ সুভাষ বিশ্বাসের নেতৃত্বে ফল উৎসবের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা বিভিন্ন দেশীয় ফল এবং বিভিন্ন ধরনের বাংলাদেশে উৎপাদিত ফলাফল নিয়ে বিদ্যালয় আসে ।
বিদ্যালয়ের ফল উৎসব কে কেন্দ্র করে সকল শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী , অভিভাবক এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে এক আনন্দঘন ফল উৎসব পরিবেশ সৃষ্টি হয় ।
এই ফল উৎসবে বিদ্যালয়ের অধ্যক্ষ জনাব সুভাষ বিশ্বাস সার্বিক উৎসবটি পরিচালনা করেন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর এস এ মান্নান ক্যাডেট স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির কেন্দ্রীয় পরিচালক এবং ফরিদপুর প্রেসক্লাবের নির্বাচন কমিশনার জনাব শেখ সাইফুল ইসলাম অহিদ। কেক কাটার মাধ্যমে তিনি এই উৎসবের উদ্বোধন করেন।
উৎসবে উপস্থিত সকল ছাত্র-ছাত্রী এবং অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিদ্যালয়ের পুথিগত বিদ্যার পাশাপাশি সকল ধরনের উৎসব প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজন করা উচিত, কেননা এতে প্রতিটি বিষয় সম্পর্কে ছাত্রছাত্রীরা অধিকতর জ্ঞান অর্জন করতে পারে তাছাড়াও ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক সৃষ্টি হয়।
সেই হিসেবে ফরিদপুর অ্যাডভান্টিজ ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিবছর এ উৎসবের আয়োজন করে। এ জন্য তিনি তাদেরকে ধন্যবাদ জানান। সর্বশেষে কেক কাটা এবং বিভিন্ন ফল খাওয়ার মাধ্যমে ছাত্র ছাত্রী , শিক্ষক ও অভিভাবকদের মধ্যে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। সেইসঙ্গে শ্রেণী শিক্ষকগণ প্রতিটি ফলের বিস্তারিত পরিচয় ও গুনাগুন এবং উপকারিতা ছাত্র-ছাত্রীদের মাঝে তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha