ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়নের নিমিত্তে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুন) দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন।
এসময় পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, আলফাডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবীর প্রমুখ।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগণ, সুশীল সমাজ, ইমাম, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ ৩৮ বছর ধরে বিনা পারিশ্রমিকে কুরআন শেখাচ্ছেন হাফেজ আ. হান্নান
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।