আজকের তারিখ : এপ্রিল ২৩, ২০২৫, ৮:২৩ এ.এম || প্রকাশকাল : জুন ১৫, ২০২২, ১২:৪৮ পি.এম
মাগুরায় ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা উপলক্ষ্যে উদ্বোধনী র্যালী অনুষ্ঠিত

জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ৬ ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান শুরু করা হয়। বুধবার ১৫ জুন সকাল ১০.০০ টায় মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিস মাগুরার আয়োজনে বের হওয়া র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র্যালীতে জেলা প্রশাসক মাগুরা ড. মোঃ আশরাফুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক বাবু পঙ্কজ কুমার কুন্ডু, সভাপতি মাগুরা জেলা আওয়ামী লীগ আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, জেলা তথ্য অফিসার মো. রেজাউল করিম, প্যানেল মেয়র মকবুল হোসেন মাকুল, পৌরসভার কাউন্সিলর মো. লিয়াকত হোসেন আলী, মো. রেজাউল ইসলাম রিয়াজ, নান্টু মিয়া, মোহন মোল্লা, জেলা পর্যায়ের কর্মকর্তাগণ সহ জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক ফারহানা সুলতানা, পরিসংখ্যান অফিসের কর্মকর্তারা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালী শেষে বেলুন ও পায়রা উড়িয়ে শুমারির উদ্বোধন করেন জেলা প্রশাসক। আজ ১৫ জুন দেশব্যাপী জনশুমারি ও গৃহগণনা শুরু হয়ে আগামী ২১ জুন শেষ হবে।
জনশুমারিতে মাগুরা জেলায় ০১ জন জেলা শুমারি সমন্বয়কারী, ০৪ জন উপজেলা শুমারি সমন্বয়কারী, ২০জন জোনাল অফিসার, ২০ জন আইটি সুপারভাইজার, ৪৩৫ জন সুপারভাইজার, ২৩৫৮ জন গণনাকারী নিয়োজিত রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha