কক্সবাজারের জিন্নাত আলীর মৃত্যুর পর দেশের সবচেয়ে দীর্ঘকায় মানুষ ধরা হয় কুষ্টিয়ার দৌলতপুরের সুবেল আলীকে (২৩)। তাঁর উচ্চতা সাত ফুট তিন ইঞ্চি। তবে ব্রেন টিউমারসহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন তিনি। চিকিৎসার সামর্থ্য নেই সুবেলের পরিবারের।
উন্নত চিকিৎসার মাধ্যমে সুবল আবার স্বাভাবিক হতে চাই। বাঁচতে চাই নিজের মতো করে। অশ্রু নয়নে এভাবেই কথাগুলো বলছিলেন ২৩ বছর বয়সের যুবক সুবেল হোসেন।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সংগ্রামপুর এলাকার ইউনুস আলীর ছেলে সুবল। তার উচ্চতা ৭ ফুট ৩ ইঞ্চি। অস্বাভাবিক উচ্চতার কারণে তাকে লাঠি ভর দিয়েই চলাফেরা করতে হয়। বেশ কয়েকটি রোগেও ভুগছেন সুবেল হোসেন। পরিবার জানায়, অতিরিক্ত উচ্চতার জন্য সুবেল তেমন কোনো কাজও করতে পারেন না। দিনদিন তার পা ফুলে যাচ্ছে। এছাড়া শরীরের নানা স্থানে ফোলা রোগ দেখা দিয়েছে। ব্রেন টিউমারও আছে। তবে কৃষক বাবার আর্থিক সামর্থ্য না থাকায় ঠিকমত চিকিৎসা করতে পারছেন না তিনি। কেবল হোমিওপ্যাথি ওষুধ দিয়েই চলছে তার চিকিৎসা।
আরও পড়ুনঃ ফরিদপুর জেলা ট্রাক ড্রাইভারস ইউনিয়ন রেজিঃ নং ১৫৮২ এর নবনির্মিত ট্রাক টার্মিনাল উদ্বোধন
এদিকে, সুবেলকে দেখতে বাড়িতে প্রতিদিন ভিড় করছে মানুষ। তার সঙ্গে ছবি তুলছে, ভিডিও করছে। কিন্তু এসব ভালো লাগে না তার। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান সুবেল।
সুবেলের বাবা ইউনুছ আলী জানান, ১৩ বছর পর্যন্ত সুবেলের উচ্চতা স্বাভাবিকভাবেই বাড়ছিল। এরপর থেকেই অস্বাভাবিক ভাবে বাড়তে থাকে। নিজের ও স্ত্রীর উচ্চতা স্বাভাবিক। সুবেলরা দুই ভাই এক বোন। বোন সবার বড়। তিনি মেজ। অন্য ভাই বোনেরও কোনো সমস্যা নেই। তারা স্বাভাবিক।
ছেলের জন্য কষ্ট হয় বাবা-মার। তার জন্য কিছু করতে পারছি না আমরা। আমার ছেলের উন্নত চিকিৎসা প্রয়োজন। এ বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেছেন সুবলের বাবা ইউনুস আলী ও মা পান্না খাতুন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha