আজকের তারিখ : জুলাই ৩০, ২০২৫, ৫:২১ এ.এম || প্রকাশকাল : জুন ১২, ২০২২, ১:৫৮ পি.এম
খোকসা একতারপুর সোনালী ব্যাংক শাখার নতুন ভবন উদ্বোধন

কুষ্টিয়ার খোকসায় সোনালী ব্যাংক লিমিটেড একতারপুর হাট শাখার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে । রবিবার সকালে একতারপুরহাট সংলগ্ন রুচি সম্মত বৃহৎ পরিসরে অত্যাধুনিক সেবা নিয়ে নতুন ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক লিমিটেড, জেনারেল ম্যানেজার অফিস ফরিদপুর খোকন চন্দ্র বিশ্বাস।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা আপনাদের সেবায় নিয়োজিত আপনাদের খুশি করাই আমাদের কাজ। ব্যাংক মূলত একটি সেবামূলক প্রতিষ্ঠান এই ব্যাংকের মাধ্যমে আপনাদের জনগণের সেবা দোরগোড়ায় পৌঁছে যাবে বলে আশা রাখি ।
তিনি আরো বলেন আগামীতে এই ব্যাংকের মাধ্যমে জনগণ তাদের আকাঙ্ক্ষিত সেবা পাবে বলে আমার বিশ্বাস। তিনি এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রিন্সিপাল অফিসার ডেপুটি জেনারেল ম্যানেজার খন্দকার আব্দুস সালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জানিপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, কুষ্টিয়া প্রিন্সিপাল অফিসের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ জামিনুল ইসলাম।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড একতারপুর হাট শাখার ম্যানেজার নাজিম উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার কুষ্টিয়া ওবায়দুর রহমান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার কুষ্টিয়া কামরুজ্জামান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ফরিদপুর খাইরুল ইসলাম, সোনালী ব্যাংক খোকসা শাখা ম্যানেজার তৌফিক এলাহী, সোনালী ব্যাংক শোমসপুর শাখা ম্যানেজার পার্থ প্রতিম ঘোষ, ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ । এছাড়াও ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান জনপ্রতিনিধি, শুধী সাংবাদিক উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha