গোপালগঞ্জের কাশিয়ানীতে আম কুড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় হামিদা বেগম (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
রোববার (১২ জুন) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রাতইল আইডিয়াল কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হামিদা বেগম উপজেলার রাতইল গ্রামের মৃত ইসলাফিল মোল্যার স্ত্রী।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই বৃদ্ধা ভোরে আম কুড়িয়ে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রæতগামী কোন যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
আরও পড়ুনঃ গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫