চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আড্ডা-সারাইগাছি সড়কের দেওপুরা মোড়ে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তি (৫৫) নিহত হয়েছে।
শনিবার (১১ জুন) রাত ১০ টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার অফিসার ইনআার্জ (ওসি) দিলীপ কুমার দাস জানান, রাস্তা পারাপারের সময় আড্ডা থেকে সারাইগাছি গামী একটি অজ্ঞাতনামা ট্রাক বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিকে সজোরে ধাক্কা দেয়।
ফলে অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তি (৫৫) মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আশেপাশের লোকজন দূর্ঘটনা দেখিয়া ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তি (৫৫) কে মৃত অবস্থায় দেখিতে পাই। এবং থানায় সংবাদ দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত মৃত্যু ব্যক্তির পরিচয় পাওয়া যায় নি।
আরও পড়ুনঃ দৌলতপুরে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫