আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৮:৩৭ পি.এম || প্রকাশকাল : জুন ১১, ২০২২, ৩:২৩ পি.এম
বোয়ালমারীতে ৫৫পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুরের বোয়ালমারীতে ৫৫ পিস ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মো. মুজাহিদুল শেখ (২৫) ৷ সে উপজেলার চতুল ইউনিয়নের রামদেবনগর গ্রামের মো. বাবলু শেখের ছেলে।
জানা যায়, বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রামদেবনগর গ্রামের বাবলু শেখের ছেলে মো. মুজাহিদুল শেখ বসত ঘরে মাদক ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে এই সংবাদ পেয়ে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. হাফিজুর রহমান মল্লিক সঙ্গীয় ফোর্সসহ মো. মুজাহিদুল শেখের ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার ঘরে থাকা ট্রাভেল ব্যাগে থাকা একটি পলিথিনের প্যাকেটের মধ্য থেকে ৫৫ পিস ইউয়াবা বড়ি উদ্ধার করে।
এ ঘটনায় উপ-পুলিশ পরিদর্শক মো. হাফিজুর রহমান মল্লিক বাদি হয়ে শনিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মো. মুজাহিদুল শেখকে আসামি করে থানায় মামলা করেন। শনিবার দুপুরে আসামি মো. মুজাহিদুল শেখকে ফরিদপুর আদালতে প্রেরন করা হয়।
থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, মাদকসহ আটক মুজাহিদুলের নামে মামলা হয়েছে। আজ (শনিবার) দুপুরে তাকে ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha