আজকের তারিখ : এপ্রিল ২৩, ২০২৫, ৮:২৩ এ.এম || প্রকাশকাল : জুন ১০, ২০২২, ৬:৪৯ পি.এম
মাগুরার রাঘবদাইড় ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা

মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নে নীল আকাশে ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুক্রবার ১০ জুন বিকাল ৩ টার সময় থেকে মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে ঘুড়ি উড্ডয়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চলের প্রায় ১০০ টির রং বেরং এর ঘুড়ি প্রতিযোগিতায় অংশ নেয়। ঘুড় উড্ডয়ন এর পাশাপাশি পিচ্ছিল কলা গাছ বেয়ে মুরগি ধরা খেলা ছিল অত্যান্ত আকর্ষনীয়।
ঘুড়ি মেলায় সর্ব স্তরের মানুষ অত্যান্ত আনন্দঘন পরিবেশে ঘুড়ি উড্ডয়ন প্রতিযোগিতা উপভোগ করেছে।
দক্ষ বিচারক মন্ডলি অত্যান্ত তীক্ষ্ণ বিচার-বিশ্লেষণের পর পার্শ্ববর্তী বেঙ্গা বেরইল গ্রামের লিখনের ঘুড়িকে বিজয়ী ঘোষণা করেন। ঘুড়ি আয়োজকদের অন্যতম বালিয়াডাঙ্গার আল ইমরান বলেন, আমরা অত্যান্ত সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে প্রতিযোগিতা শেষ করেছি।
আমরা অনেক খুশি। ভবিষ্যতে আমরা ঘুড়ি উড়ানোর জন্য আরও ভাল আয়োজন এর চেষ্টা করবো।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha