আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ৬:২৩ এ.এম || প্রকাশকাল : জুন ১০, ২০২২, ৭:৩২ পি.এম
প্রদর্শনী ফুটবল ম্যাচঃ উত্তেজনাপূর্ণ ম্যাচে ট্রাইবেকারে জুনিয়রদের জয়লাভ

শহরের অম্বিকাপুর কুমার নদীর তীরে অবস্থিত প্রদর্শনী ফুটবল ম্যাচ জয়লাভ করেছে জুনিয়র একাদশ।
আজ বিকেলে অনুষ্ঠিত প্রদর্শনী ফুটবল খেলায় তারা সিনিয়র দলকে ট্রাইবেকারে ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত করে জয়লাভ করে। খেলার নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময় গোলশূন্য ড্র ছিল।
এরপর অতিরিক্ত সময় ১০ মিনিটে খেলা হলেও কোন ফলাফল না আসায় ম্যাচটা ট্রাইবেকারে গড়ায়। এত জুনিয়ার দল চার তিন গোলের ব্যবধানে জয়লাভ করে ।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার শামসুল আরেফিন সাগর, বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালি থানা শ্রমিক লীগের সদস্য সচিব মিঠু মিয়া, স্থানীয় বাসিন্দা ফজলুল হক, শাহজাহান মোল্লা, স্বপন মন্ডল, সহ অন্যান্য নেতৃবৃন্দ এলাকাবাসী।
সভায় উপস্থিত অতিথিবৃন্দ জানান, আলিপুরে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে যাতে নিয়মিত খেলাধুলা হয় এবং যুবসমাজ যাতে খেলাধুলা করতে পারে সে ব্যবস্থা করার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তারা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha