আজকের তারিখ : ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:৫০ পি.এম || প্রকাশকাল : জুন ৮, ২০২২, ৮:৫৭ পি.এম
খোকসায় মরহুম আব্দুল মজিদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে।খোকসা আব্দুল মজিদ ফাউন্ডেশনের এর আয়োজনে বুধবার বিকেলে খোকসা উপজেলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহি অফিসার রিপন বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইসাহাক আলী, খোকসা থানা অফিসার ইনচার্জ আশিকুর রহমান , সাবেক জানিপুর ইউনিয়নের চেয়ারম্যান হবিবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী , উপজেলা যুবলীগের আহ্বায়ক বাপ্পি আহমেদ রাজু, সহ প্রমুখ।
উক্ত টুর্ণামেন্টে নট আউট পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। টুর্ণামেন্টে মোট আট দল অংশগ্রহণ এর মাধ্যমে নট আউট পর্বের খেলা অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৪ম্যাচ, সেমিফাইনালে দুইটা ম্যাচ ,ফাইনাল একটি ম্যাচ সহ মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী ম্যাচে রাজশাহী জেলা ফুটবল একাদশ ও মাগুরা জেলা ফুটবল একাদশ অংশগ্রহণ করে। মাগুরা জেলা একাদশ ৪-১ গোলে রাজশাহী ফুটবল একাদশকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ করে নেয়।
আগামী শুক্রবার ১০-০৬-২০২২ তারিখে এই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ একই মাঠে বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে।দ্বিতীয় ম্যাচে রাজবাড়ী জেলা ফুটবল একাদশ ও কুষ্টিয়া জেলা ফুটবল একাদশ অংশগ্রহণ করবে।
উক্ত খেলার সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্ত।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha