কুষ্টিয়ার কুমারখালীতে একটি জমি থেকে ৩৫ কেজি ওজনের চারটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জুন) রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের বরইচারা ক্যানেলপাড়া এলাকার মিরাজ মুন্সীর জমি থেকে এসব গাছ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৭ জুন) সকালে গাঁজা চাষির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। এরপর দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ।
আসামি মিরাজ মুন্সী চাঁদপুর ইউনিয়নের বরইচারা গ্রামের ক্যানেলপাড়ার মৃত শহিরুল মুন্সীর ছেলে।
পুলিশ জানায়, জমি ইজারা নিয়ে মরিচ ক্ষেতে গাঁজার চাষ করেছেন কৃষক মিরাজ মুন্সী- এমন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ওই জমিতে অভিযান চালায় পুলিশ। এসময় ক্ষেত থেকে প্রায় নয় ফিট দৈর্ঘ্যের ও ৩৫ কেজি ওজনের চারটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতে ৭ জনকে জরিমানা
কুমারখালী থানার (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, কৃষি জমিতে অবৈধ গাঁজার চাষ করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে চারটি গাছসহ কৃষককে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha