আজকের তারিখ : এপ্রিল ২৩, ২০২৫, ৩:২৩ এ.এম || প্রকাশকাল : জুন ৭, ২০২২, ৪:৪৩ পি.এম
মাগুরায় ধুপা বিলের মাছের ঘেরে শত্রুতা বশত কীটনাশক বিষ ও গ্যাসট্যাবলেট প্রয়োগে মাছ মরে ভেসে উঠেছে

মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের দারিয়াপুর (ছত্রকান্দি পাড়া) গ্রামের ধুপা বিলের মাঠে অবস্থিত মাছের ঘেরে শত্রুতার বশত কীটনাশক বিষ ও গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ মৃত্যু অবস্থায় পুকুরের পাড়ে।
আজ মঙ্গলবার ৭ জুন সরেজমিনে দেখা যায়, ধুপা বিলের মাঠে হাজীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার মো. আতর আলীর নিজস্ব ৩ একর ৩০ শতক জমির মধ্যে মাছ ধরার জন্য ২০ শতক জমিতে ঘেরের পুকুরের চিলবার কার্প, জাপানি কার্প, কাতল, পোনা মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ মরা অবস্থায় পুকুরের চারপাশে পড়ে থাকতে দেখা যায়।
মাছের মৃত্যুর বিষয়ে মেম্বার আতর আলী বলেন, গত রবিবার ৫ জুন বিকাল অনুমান ৪.৩০ টার সময় ঘেরের মজুদ পুকুরের পানিতে মাছ ভাসতে দেখা যায়। পরের দিন সোমবার ৬ জুন সকাল অনুমান ৭.৩০ টার সময় উক্ত ঘেরের পুকুরে মরা মাছ ভাসতে দেখে পুকুরে জাল টেনে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যর বিভিন্ন প্রজাতির কার্প জাতীয় মরা মাছ পাওয়া যায়।
তার বিশ্বাস শত্রুতার বশত ৫ জুন রবিবার অনুমান রাত ১২ টার পর হতে দুপুর বেলার মধ্যেই যে কোন সময়ে পুকুরে কীটনাশক বিষ ও গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মাছ ধ্বংস করেছে। এমন জঘন্য ও অপরাধ মূলক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মাগুরা সদর থানায় অফিসার ইনচার্জ বরাবর তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থার জন্য অভিযোগ দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha