আজকের তারিখ : এপ্রিল ৬, ২০২৫, ২:৪১ এ.এম || প্রকাশকাল : জুন ৭, ২০২২, ৪:০৩ পি.এম
বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতে ৭ জনকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অপরাধে সাত জনকে ৬ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।
আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রকাশ্যে ধূমপান করায় উপজেলার মহীশালা গ্রামের সুরেন্দ্র বিশ্বাসের ছেলে স্বপন বিশ্বাস ও নাগদী গ্রামের আ. ওহাবের ছেলে বিল্লাল হোসেনকে ১শ টাকা করে, আ.খালেককে ৫০ টাকা, পৌরসভার ওয়াপদা মোড়ে অবস্থিত হোটেল কলেজ ক্যাফেকে ৫ হাজার, মোটর সাইকেল চালক নাজমুল হোসেনকে ৫শ, জাহাঙ্গীর ও আব্দুল্লাহকে ৩শ টাকা করে মোট ছয় হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, বিভিন্ন অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর (৪৯) এর ১ ধারা, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারা, ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন ২০০৪ এর (২) ধারায় ৭ ব্যক্তিকে ছয় হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha