আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৭:০২ পি.এম || প্রকাশকাল : জুন ৪, ২০২২, ৮:০৭ পি.এম
খোকসায় সাংবাদিক মাসুদের দাফন সম্পন্ন

কুষ্টিয়ার খোকসা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকে সংবাদদাতা মনিরুল ইসলাম মাসুদ এর দাফন সম্পন্ন। শনিবার সকাল ৯ টায় নিজ গ্রামের ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, খোকসা প্রেসক্লাবের সভাপতি মুন্সি লিটন,সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীনসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
শুক্রবার বিকালে উপজেলার বনগ্রামে মনিরুল ইসলাম মাসুদ অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। তিনি উপজেলার বনগ্রামের মনোয়ার হোসেনের পুত্র। ৪ ভাই ও১ বোনের মধ্যে মাসুদ ৩য়। প্রয়াত সাংবাদিক দুই সন্তানের জনক। স্থানীয় দৈনিক আন্দোলনের বাজার পত্রিকায় লেখা লেখি দিয়ে মাসুদের সাংবাদিকতা সূচনা।
মৃত্যুর আগমূহুর্ত পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার খোকসা উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন।
ব্যক্তিগত জীবনে সাংবাদিকতা ছাড়াও তিনি একাধিক এজেন্ট ব্যাংকের শাখা পরিচালোনা করতেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সাংবাদিক মনিরুল ইসলাম মাসুদের মৃত্যুতে খোকসা প্রেসক্লাবসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানো হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha