আজকের তারিখ : জুলাই ১৪, ২০২৫, ১:৩২ এ.এম || প্রকাশকাল : জুন ৪, ২০২২, ১০:৫৯ এ.এম
ফরিদপুর কতোয়ালী থানা বিএনপির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যু বার্ষিকী পালিত

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কোতোয়ালি থানা বিএনপি'র উদ্যোগে এক আলোচনা সভা গত শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাবে কতোয়ালী থানা বিএনপির ভারপ্রাপ্ত সহ-সভাপতি জনাব আব্দুর রব মিয়া এর সভাপতিত্বে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা যুবদলের সভাপতি জনাব রাজীব হোসেন,কতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব নাজমুল হাসান চৌধুরী রঞ্জন,থানা যুবদলের সাধারণ সম্পাদক জনাব আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি জনাব সৈয়দ আদনান হোসেন অণু, সাধারণ সম্পাদক জনাব শাহরিয়ার হোসেন শিথিল সহ জেলা বিএনপি, মহানগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী।
সভায় আগত বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা দেশ গঠনে জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে বলেন বর্তমান স্বৈরাচারী সরকার নানাভাবে জিয়াউর রহমানের নাম মুছে দেয়ার ষড়যন্ত্র করে যাচ্ছে,কিন্তু তাদের এই হীন প্রচেষ্টা বিএনপি কখনোই সফল হতে দেবে না,আন্দোলনের মাধ্যমে অচিরেই এই স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha