আজকের তারিখ : ডিসেম্বর ২৩, ২০২৪, ২:৫১ পি.এম || প্রকাশকাল : জুন ১, ২০২২, ২:০০ পি.এম
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টঃ বঙ্গমাতা ফুটবল এর ফাইনালে ফরিদপুর পৌরসভা
শেখ জামাল স্টেডিয়াম এ অনুষ্ঠিত বঙ্গমাতা ফুটবলের ফাইনালে উঠেছে ফরিদপুর পৌরসভা দল।আজ বেলা ১২ টায় তারা সেমিফাইনালে সদরপুর উপজেলা দলকে ১-০ গোলে পরাজিত করে।
বিজয়ী দলের পক্ষে বৃষ্টি জয়সূচক একমাত্র গোলটি করে।
এ জয়ের ফলে বঙ্গবন্ধু - বঙ্গমাতা অনূর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ফরিদপুর পৌরসভা খেলবে ফরিদপুর সদর উপজেলা বিপক্ষে।
বৃষ্টির কারণে গত মঙ্গলবার বিকেলে বঙ্গমাতা ইভেন্টের এই খেলাটি প্রচন্ড বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে আজ বেলা ১২ টায় খেলাটি অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর পৌরসভা ১-০ গোলে জয়লাভ করে।
গুরুত্বপূর্ণ এই খেলাটি পরিচালনা করেন রেফারি মোঃ রুবেল, সহকারি রেফারি প্রণব মুখার্জি ও মাসুদ মিয়া চতুর্থ রেফারি জহিরুল ইসলাম জিন্না।
এ সময় মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন জেলা ক্রীড়া অফিসার শাহীন সুলতান, ফরিদপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও রেফারি কমিটির সহ-সভাপতি ইদ্রিস খান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য কামরুজ্জামান কামরুল, শেখ নুরুল ইসলাম, অমরেশ সাহা সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha