আজকের তারিখ : এপ্রিল ২৩, ২০২৫, ৩:২২ এ.এম || প্রকাশকাল : মে ২৮, ২০২২, ৫:৫৪ পি.এম
মাগুরায় বিএনপি যুবদল ও ছাত্র দলের আয়োজনে সমাবেশ

মাগুরায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশ ছাত্রদল নেতা-কর্মীদের উপর অবৈধ ছাত্রলীগের সন্ত্রাসীদের নেক্যার জনক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
শনিবার ২৮ মে সকাল ১০ টার সময় মাগুরা শহরের ইসলামপুর পাড়ায় অবস্থিত বিএনপির প্রধান কার্যালয়ে এই সমাবেশ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, সভাপতি জেলা যুবদল এ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল।
সঞ্চালনায় সাধারণ সম্পাদক জেলা যুবদল মো. ফিরোজ আহমেদ ও এস এম আবু তাহের সবুজ, যুগ্ম আহবায়ক জেলা বিএনপি আহসান হাবীব কিশোর, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক গোলাম জাহিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুর আলী মিল্টন, মো. রিপন মিয়া, জেলা যুবদলের অন্যতম সদস্য মনসুর আহমেদ, জেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো. তোহিদুল ইসলাম হৃদয় সহ বিএনপির চার থানার নেতা-কর্মী গণ।
সমাবেশে জেলা যুবদলের সভাপতি এ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল বলেন, সামনে জাতীয় নির্বাচন নিরপেক্ষ ভাবে হয়, তার জন্য বিএনপি সবসময় রাজপথে আন্দোলন করে যাবে।
এছাড়াও উপস্থিত বক্তাগণ আরও বলেন, দেশে দ্রব্য মূল্যর দাম বৃদ্ধি নিয়ে আলোচনা ও আজকের সমাবেশে পুলিশ বাহিনী দায়িত্ব পালন সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন। সমাবেশের আয়োজন করে মাগুরা জেলা যুবদল ও জেলা ছাত্রদল।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha