আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ৩:৫৩ এ.এম || প্রকাশকাল : মে ২৮, ২০২২, ২:৩৩ পি.এম
কেন্দ্রীয় যুবদলের আংশিক কমিটি ঘোষণা করায় ফরিদপুর জেলা যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত

কেন্দ্রীয় যুবদলের আংশিক কমিটি ঘোষণা হওয়ায় এক আনন্দ মিছিল বের করে ফরিদপুর জেলা যুবদল। আজ সকাল ১১টায় ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় যুবদলের আংশিক কমিটি ঘোষণা করায় শহরের ময়েজ মঞ্জিল হতে প্রেসক্লাব পর্যন্ত একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অণু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ,সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, কতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন প্রমূখ।
সুলতান সালাহ্ উদ্দিন টুকু কে সভাপতি ও মোনায়েম মুন্না কে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় যুবদলের আংশিক কমিটি ঘোষণা করায় ফরিদপুর জেলা যুবদল তাদের কে ধন্যবাদ জ্ঞাপন করে আনন্দ মিছিল করে। এই কমিটির নেতৃত্বে আগামী দিনে তাদের সরকার পতনের আন্দোলন আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন নেতা কর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha