আজকের তারিখ : এপ্রিল ১৯, ২০২৫, ৩:৩৭ পি.এম || প্রকাশকাল : মে ২৭, ২০২২, ২:১১ পি.এম
ফরিদপুরে শরীফ হত্যা মামলার বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন

ফরিদপুরের আলফাডাঙ্গায় পাচুরিয়া ইউনিয়ন যোগীবরাট গামে মাছমারা কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত হয় শরীফ মোল্লা (২৫)। নিহত শরীফ ওই গ্রামের সাঈদ মোল্লার ছেলে।
পাচুরিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান মিজানুর রহমান জানিয়েছেন, গত শনিবার সকালের দিকে শরিফ মোল্লা পার্শ্ববর্তী খেতে তার ধান দেখতে যায়, এসময় প্রতিপক্ষের হামলা শিকার হয় তিনি।
হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার মৃত্যুবরণ করেন সে।
তার লাশ শুক্রবার এলাকায় আসলে শোকের ছায়া নেমে আসে।
বিক্ষুব্ধ গ্রামবাসী শুক্রবার দুপুরে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
এই কর্মসূচি থেকে দাবি তোলা হয়, প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং হত্যাকারীদের ফাঁসির দন্ড দিতে হবে ।
শনিবারের ওই হামলার ঘটনায় আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত শরীফ মোল্লা পিতা সাহিদ মোল্লা ওই মামলার বাদি।
মামলার বাদী অভিযোগ তোলেন, আমরা থানায় মামলা দেওয়ার পরেও পুলিশ আমাদের কোনো আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার করেনি।
আলফাডাঙ্গা থানার ওসি মোঃ ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, উক্ত হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার পর থেকে পুলিশ অপরাধীদের ধরতে অভিযান পরিচালনা করছে তবে তারা এলাকায় না থাকার কারণে আইনের আওতায় আনা সম্ভব হয়নি।
থানার ওসি আরও জানিয়েছেন, ওই হামলার ঘটনায় দায়েরকৃত মামলাটি বর্তমানে আমরা হত্যা মামলা হিসাবে গ্রহণ করেছি। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha