নড়াইলে জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম ও সহ-সভাপতি সাবেক মেয়র জুলফিকার আলীর বাড়িতে হামলা ভাংচুর করেছে ছাত্রলীগ। এসময় জেলা বিএনপির সাধারন সম্পাদকসহ ২ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। আইন শৃংখলা বাহিনীর সামনে এ হামলা ভাংচুর করে। হামলা ও ভাংচুর করার পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানাগেছে, দেশনেত্রী বেগম খালেদাজিয়াসহ দেশের প্রবীন নাগরীকদের হত্যার হুমকির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসাবে জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলামের বাড়িতে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ দলীয় নেতৃবৃন্দ অবস্থান করছিলেন। দুপুর একটার দিকে জেলা ছাত্রলীগের সাবেক সভপতি ও সাবেক সাধারন সম্পাদকের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মিরা জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলামের বাড়িতে দুই
দফায় হামলা করে।
আরও পড়ুনঃ সালথায় সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু
ইট-পাটকেল ও লাঠির আঘাতে এসময় ঘরের জানালার কাচ ভেঙ্গে যায়।
এসময় জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম ও যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া
হয়েছে।
এ বিষয়ে জানতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শওকত বলেন,পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের সাথে যোগাযোগ করলে মোবাইল ফোন রিসিভ করেননি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha