আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ১১:৩০ পি.এম || প্রকাশকাল : মে ২৫, ২০২২, ৮:৫৪ পি.এম
কিশোরী অপহরনের দায়ে নড়াইলে এক যুবকের ১৪ বছরের কারাদন্ড
কিশোরী অপহরনের দায়ে নড়াইলে মামুন শেখ (২২) নামের এক যুবককে ১৪ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। এসময় তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
বুধবার (২৫মে) বিকালে নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ সানা মো. মাহ্রুফ হোসাইন এ রায় দেন।
দন্ডিত মামুন শেখ নড়াইল সদর থানার পেড়লি গ্রামের ফেরদৌস শেখের ছেলে।
মামলার বিবারণে জানা যায়, সদর উপজেলার পেড়লি গ্রামের প্রদীপ গোলদারের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে ঈশিতা গোলদারকে স্কুলে যাওয়া আসার পথে আসামী মামুন প্রায়ই উত্যাক্ত করতো। মামুনের পরিবারের কাছে বিচার দিয়েও কোন কাজ হয়নি।
ঈশিতাকে তার বাবা ওই সময় কংকন বৈরাগী নামের একজনের সাথে বিয়ে দেন। কিন্তু মামুনের হাত থেকে রেহায় পাননি। উপায়ান্ত না পেয়ে ঈশিতাকে তার মামার বাড়ি সদর উপজেলার রতডাঙ্গা গ্রামে রেখে আসেন তার বাবা। ২০২০ সালের ২৮ ডিসেম্বর সকাল দশটার দিকে পোশাক বানানোর কথা বলে বাইরে আসলে মামুন তাকে অপহরন করে নিয়ে যায়। পরে তাকে ধর্মান্তরিত করে বিয়ে করেন।
মামলায় ঈশিতার জবানবন্দি থেকে আরো জানা যায়, ঈশিতা গোলদার নিজেকে সাবালিকা মনে করেন। নাম বদলিয়ে নিজের নাম ফারজানা আক্তার নীপা রাখেন ও ২০২০ সালের ১১ ডিসেম্বর ইসলাম ধর্ম অনুসারে মামুনকে বিয়ে করেন।
আদালত এ মামলায় ১০জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। ঈশিতা কিশোরী ও আসামী মামুন শেখ তাকে ফুসলিয়ে অপহরণ করেছে বলে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বুধবার (২৫ মে) বিচারক এ রায় প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha