রাজবাড়ীর পাংশা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ওয়াজেদ আলী মন্ডল আপীল বোর্ডে তার প্রার্থীতা ফিরে পেয়েছেন।
রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার ৭ জানুয়ারী সন্ধ্যায় আপীল বোর্ড শুনানী শেষে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. ওয়াজেদ আলীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।
একই সাথে আপীল বোর্ড পাংশা পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল মোতালেব মোল্লার প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেন। গত ৩ জানুয়ারী পাংশা উপজেলা পরিষদের হল রুমে মনোনয়নপত্র যাচাই বাছাইতে ঋণ খেলাপীর অভিযোগে তাদের মনোনয়নপত্র বাতিল করেন রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার ও পাংশা পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মাসুদুর রহমান। পরে তারা নিয়ম মোতাবেক রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে আপীল করেন।
রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম শুনানী শেষে মেয়র প্রার্থী ওয়াজেদ আলী মন্ডল এবং কাউন্সিলর প্রার্থী আব্দুল মোতালেব মোল্লার প্রার্থীতা বৈধ ঘোষণা করেন।
আগামী ৩০ জানুয়ারী পাংশা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
পাংশা পৌরসভা নির্বাচনে আপীল বোর্ডে প্রার্থীতা ফিরে পেলেন ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোতালেব মোল্লা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha