আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ৩:৫৩ পি.এম || প্রকাশকাল : এপ্রিল ২৭, ২০২২, ৯:৫৫ পি.এম
খোকসায় গড়াই নদীতে নিখোঁজ শিশুটি সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করতে পারেনি
কুষ্টিয়ার খোকসায় বন্ধুদের সাথে গড়াই নদীতে গোসল করতে নেমে ৯ বছর বয়সী রোকন নামের এক শিশু ডুবে গেছে। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অভিযান চালিয়ে উদ্ধার করতে পারেনি শিশুটিকে। জানা যায় বুধবার বেলা ১২ টার দিকে উপজেলা সদরের কালীবাড়ি পাড়ার তাঁতী আজাদ শেখের ছেলে শিশু রোকন বন্ধুদের সাথে বাড়ির পাশের গড়াই নদীতে গোসল করতে নামে। স্রোতের টানে শিশুটি নদীর গভীরে চলে যেতে থাকে।
এ সময় বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করে। এক পর্যায়ে বন্ধু ও নদী তীরের মানুষের চোখের সামনে শিশুটি নদীর গভীর পানিতে ডুবে যায়।নদীতে শিশু নিখোঁজের খবর পেয়ে খোকসা ফায়ার স্টেশনের একটি দল ঘটনা স্থল কালীবাড়ি ঘাটে পৌঁছায়। কিন্তু তাদের দলে বুডুরী না থাকায় তারা উদ্ধার কাজ শুরু করতে পারেনি বলে এই দলের এক ফায়ারম্যান জানান। তবে স্থানীয় ডুবুরীরা শিশুটিকে উদ্ধারের জন্য চেষ্টা করছে। পরে খুলনা থেকে আসা ডুবুরিদল বিকেল ৫ টায় এসে উদ্ধার কাজ শুরু করে এবং সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চেষ্টা করেও ডুবে যাওয়া শিশুটিকে উদ্ধার করতে পারেনি।
নদীতে নিখোঁজ শিশুর সাথে থাকা শিশু তুহিন জানান,নদীতে নামার পর পরই রোকন গভীর পানির দিকে চলে যেতে থাকে। সে রোকনের ডুবে যায়ার দৃশ্য দেখেছে। ডুব যায়ার সময় রোকন হাত নেড়ে ছিল। তুহিন চিৎকার করে নদী পারের অন্যদের জানায়। পরে রোকনের ডুবে যায়ার খবর তার বাড়ীতে পৌছে দেয়।
শিশুটির বাবা আজাদ জানান, তিনি বাড়িতে ঢুকেই ছেলে রোকনের সন্ধান করেন।
এ সময় প্রতিবেশীরা এসে তাকে ছেলের নদীতে নিখোঁজ হওয়ার খবর দেয়।খোকসা ফায়ার সাভিসের স্টেশন অফিসার অমীয় কুমার বিশ্বাস জানান, খুলনা থেকে আসা ডুবুরি দল বিকেল ৫ টায় এসে উদ্ধার কাজ শুরু করে এবং সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চেষ্টা করেও ডুবে যাওয়া শিশুটিকে উদ্ধার করতে পারেনি। আগামীকাল আবার উদ্ধার অভিযান শুরু হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha