"যদি করেন রক্তদান, বেচে যাবে একটি প্রাণ"। মানবতার কল্যাণে নিয়োজিত সংগঠন ব্লাড গ্রুপ অব বোয়ালমারী এটা এখন আর শুধু বোয়ালমারীর মধ্যেই সিমাবদ্ধ নেই। একজন ব্যক্তির মাধ্যমে গড়ে ওঠা এই সামাজিক সংগঠণটি এখন সুদূর ফরিদপুর জেলাসহ বিভিন্ন জেলা পর্যায়ে রক্তদানে এগিয়ে গেছে।
ফরিদপুরের বোয়ালমারীতে এই সামাজিক সংগঠন ‘ব্লাড ব্যাংক অব বোয়ালমারী’র আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল শনিবার চুকিনগর হাসানুল উলুম হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গনে এ ইফতার অনুষ্ঠিত হয়। ব্লাড ব্যাংক অব বোয়ালমারী’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মুশফিকুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন টেকেরহাট প্রাইম ব্যাংক শাখার ম্যানেজার ওয়াহিদুজ্জামান তিতাস।
বিশেষ অতিথি ছিলেন ছিলেন বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ হোসাইন আহমাদ।
আরও পড়ুনঃ নগরকান্দায় প্রেমিক যুগলের আত্মহত্যার চেষ্টাঃ প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চৌধুরী রায়হান রকি, বোয়ালমারীর বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মতিন মৃধা বকুল, বোয়ালমারী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যুগ্ন আহবায়ক মোঃ রাজিব খান সজিব, ক্ষুধার্তের আত্নচিৎকার গ্রুপের এ্যডমিন মোহাম্মাদ শামীম প্রধান, আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা সদস্য মাওঃ মোঃ শহিদুল ইসলাম, মাওঃ আবুল বাসার, সাংবাদিক মুহাব্বত জান চৌধুরী, হাসান মাহমুদ মিলু, সাংবাদিক মাওঃ মোঃ রফিকুল ইসলাম, ব্লাড ব্যাংক অব বোয়ালমারী’র নির্বাহী সদস্য হামিদুল ইসলাম সাগর, সৈয়দ আব্দুল্লাহ, খালিদ, ইয়ামিন, রাব্বি, ইমন, নাঈম, নয়ন প্রমুখ।
এছাড়াও বোয়ালমারীর কয়েকটি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের মালিকগণসহ ইফতার মাহফিলে দুই শতাধিক লোক অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha