আজকের তারিখ : জুলাই ২৭, ২০২৫, ২:৪৮ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ২৩, ২০২২, ৪:১১ পি.এম
দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত দুই চালক

ফরিদপুরের বোয়ালমারীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সংশ্লিষ্ট দুই ট্রাক চালক মারাত্মক আহত হয়েছেন। মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া নামক স্থানে শুক্রবার (২২ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে এই দুর্ঘটনা ঘটে। বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুল সাত্তার মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত একটার দিকে তরমুজ বোঝাই একটি ট্রাক (যশোর ট ১১-৫২৬০) ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী গ্যাসের সিলিন্ডার বোঝাই অপর একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট ২৪-১৭১৭) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাক দুটির চালকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
পরে বোয়ালমারী ফায়ার সার্ভিসের সদস্যরা কাটার মেশিন দিয়ে ট্রাকের সামনের অংশ কেটে দুই ট্রাক চালককে উদ্ধার করেন। আহত দুই ট্রাক চালক হলেন- মো. মামুন (৩০) এবং নুরুল কবির (৩২)। মামুনের গ্রামের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গা গ্রামে এবং নুরুল কবির নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জের নুর আলমের ছেলে।
আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর মামুনকে যশোর সদর হাসপাতালে এবং নুরুল কবিরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha