ফরিদপুরের সদরপুরে আন্তজেলা মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ও চোরাই মোটর সাইকেল উদ্ধার। গতকাল রবিবার সকালে সদরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার আকটেরচর ইউনিয়নের ইউসুফ বেপারী ডাঙ্গী গ্রাম থেকে ধলা শিকদারের ছেলে হাসান শিকদার (২৯), গনি বেপারীর ডাঙ্গী গ্রামের আঃ সালাম বেপারীর ছেলে মোঃ বজলু বেপারী (৪৫) ও নতুন সাহেবেরচর গ্রামের শিরজন খার ছেলে মোঃ রুবেল খান (৩০) মোটর সাইকেল সংঘবন্ধ দলের সদস্যদের গ্রেপ্তার করে জেল-হাজতে প্রেরণ করেছে।
আরও পড়ুনঃ ফরিদপুরে ‘ঐতিহাসিক মুজিব নগর দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
জানা গেছে, গত ২৬ মার্চ রাতে উপজেলার আকটেরচর ইউনিয়নের নতুন সাহেবেরচর গ্রামের মোয়াজ্জেম বেপারীর বাড়ি থেকে বাজাজ ডিসকভার ১০০ সিসির রেজিস্ট্রেশন বিহীন একটি মোটর সাইকেল চুরি হয়। এ ব্যাপারে মোয়াজ্জেম বেপারী বাদি হয়ে সদরপুর থানায় একটি মামলা দায়ের করে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার বলেন, মামলার সুত্র ধরে গতকাল আসামীদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফরিদপুর ও সদরপুর থানায় একাধিক মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha