ফরিদপুরের সালথায় রামকান্তুপুর সড়কে সোলডুবি নামক এলাকায় একটি কালভার্ট ভেঙে পড়ে ২০ গ্রামের মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, সালথা সদর বাজার টু রামকান্তপুর বাজার সড়কের শৌলডুবি জামে মসজিদের পাশে তিন রাস্তার মোড়ে পানি নিষ্কাশনের জন্য এলজি এসপি প্রকল্পের আওতায় ২০১৮ সালে একটি কালভার্ট নির্মাণ করা হয়। বর্তমানে কালভার্টটি ভেঙে পড়ায় রাস্তায় চলাচলে একেবারে অনুপোযগী হয়ে পড়েছে।
এই সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় ২০ গ্রামের হাজার হাজার মানুষ উপজেলা সদর ও বিভিন্ন হাট বাজারে যাতায়াত করেন। প্রতিদিন বাস, ট্রাক, ইজিবাইক, নছিমন, করিমন, মাইক্রোবাস, প্রাইভেট কার, মটর সাইকেল, বাইসাইকেল, ভ্যান, ট্রলি, ট্যাক্টর, ইজিবাইকসহ অন্যান্য যানবহন চলাচল করে।
আরও পড়ুনঃ ফরিদপুরে মনির খাঁন সংঘ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
এ ব্যাপারে পথচারী ও স্থানীয়রা বলেন, কালভার্টটি ভেঙে পড়ায় আমরা বিপাকে পড়েছি। আমাদের চলাচলে অসুবিধা হচ্ছে। প্রতিদিনিই ঘটে চলেছে দূর্ঘটনা। কালভার্টটি দ্রুত সংস্কারের জন্য যথাযর্থ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
রামকান্তপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন বলেন, হঠাৎ কালভার্টটি ভেঙ্গে পড়ায় সড়কের গাড়ী চলাচলে ও পথচারীদের বেঘাত ঘটছে, নতুন করে আরো একটি কালভার্টে বরাদ্দ চাওয়া হয়েছে। আশা করি অতি দ্রুত কালভার্টের কাজ শুরু করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha