কুষ্টিয়া শহরতলীর বটতৈল সেনের চাতাল এলাকায় নিখোঁজের তিন দিন পর হাত বাঁধা অবস্থায় আগুনে পোড়ানো রাব্বি (১৮) নামের এক পাটকল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ১৩ এপ্রিল রাতসাড়ে ৮টায় কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল এলাকার একটি ধানের চাতালের পাশ থেকে এ মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
রাব্বি কুষ্টিয়ার কুমারখালি উপজেলার জঙ্গলী এলাকার আব্দুল আলিমের ছেলে। তিনি বটতৈল এলাকার একটি পাটকলে শ্রমিক হিসাবে কাজ করতেন বলে খোজনিয়ে জানাযায়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, নিহত রাব্বি বটতৈল এলাকায় একটি পাটকলে শ্রমিক ছিলেন। সে তিনদিন ধরে নিখোঁজ ছিল। স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে আগুনে পোড়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
আরও পড়ুনঃ সদরপুর এক মহিলা পকেট মার জনতার হাতে গণধোলাই
রাব্বির নিখোঁজের ব্যাপারে কুমারখালী থানায় একটি ডায়েরি করেছিলেন তার বাবা আব্দুল আলীম।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
পুলিশ হত্যাকান্ডের কোনো ক্লু এখনো উদঘাটন করতে পারেনি। হত্যা রহস্য উদঘাটন এবং ঘাতকদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছেন ওসি সাব্বিরুল আলম।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111