আজকের তারিখ : ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:৪৪ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ৬, ২০২১, ১:৩২ পি.এম
পাবনার আটঘরিয়ায় একব্যক্তিকে পিটিয়ে হত্যা
পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের পাটেশ্বর নামক স্থানে আকরাম আলী (৪২) নামের এক রাজমিস্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। আকরাম জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ি গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
বুধবার (০৬ জানুয়ারি) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময়ে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে পুলিশের ধারণা৷
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এসময় লাশের পাশে থেকে একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, নিহত আকরাম আলীকে পিটিয়ে এবং মুখ থেতলে হত্যা করা হয়েছে। তবে হত্যার সঠিক কারণ অনুসন্ধান করছে পুলিশ।
মঙ্গলবার সন্ধার পর থেকে আকরাম নিখোঁজ ছিল।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha